রাজশাহীজুড়ে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২৪৮

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে আরও ১ জনের মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী জেলার বাসিন্দা। এর বাইরে বিভাগের বাকি সাত জেলায় করোনায় প্রাণহানির খবর নেই। এ পর্যন্ত বিভাগে করোনায় প্রাণহানি দাঁড়াল ১ হাজার ৭৩৩ জনে।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত এক দিনে বিভাগজুড়ে ২৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে এ পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ৩৩৭ জনের করোনা ধরা পড়েছে।
এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ৬ হাজার ৮১ জন। গত এক দিনে সুস্থ হয়েছেন ৭২৩ জন। এই এক দিনে হাসপাতালে এসেছেন ১৮ জন। করোনায় সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১৮ হাজার ২৪০ জন।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত দৈনিক পরিসংখ্যানে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৯ জনের করোনা ধরা পড়েছে রাজশাহী জেলায়।
এ ছাড়া নাটোরে ৪৪, পাবনায় ৪৩, বগুড়ায় ৩৩, সিরাজগঞ্জে ২৮, চাঁপাইনবাবগঞ্জে ২৬, নওগাঁয় ১৭ এবং জয়পুরহাটে ৮ জনের করোনা ধরা পড়েছে।
এ পর্যন্ত বগুড়ায় ৭০৩, রাজশাহীতে ৩৩৬, চাঁপাইনবাবগঞ্জে ১৬৩, নাটোরে ১৭৭, নওগাঁয় ১৪৯, সিরাজগঞ্জে ৯৭, জয়পুরহাটে ৬৭ এবং পাবনায় ৪১ জন মারা গেছেন।
ফেরদৌস সিদ্দিকী/আরআই