৯ বছর আগে মৃত নারীর নামে ভিজিডি কার্ড

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদে ৯ বছর আগে মারা যাওয়া রনজিদা বেগমের নামে দেওয়া হয়েছে ভিজিডি কার্ড। তবে সম্প্রতি ঘটনাটি জানাজানি হওয়ার পর চলছে আলোচনা-সমালোচনা।
তালিকা থেকে মৃত নারীর নাম বাদ দেওয়া হবে বলে জানান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান রাজু। মহিলাবিষয়ক কর্মকর্তা বলছেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মৃত ওই নারী রনজিদা বেগম খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের শামসুদ্দীন মোড়লের স্ত্রী।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, খলিলনগর ইউনিয়নে ২০২১-২২ অর্থ বছরের ভিজিডি কর্মসূচির আওতায় ২২৩টি কার্ড বরাদ্দ দেওয়া হয়। প্রস্তুত করা হয় ২২৩টি কার্ডের উপকারভোগীর তালিকা। গত ৩১ জানুয়ারি উপকারভোগীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ করা হয়।
এদিকে, ওই তালিকায় রয়েছে ২০১১ সালে মারা যাওয়া রনজিদা বেগমের নাম। উপকারভোগীর তালিকায় ১ নং ওয়ার্ডের ১৫ নম্বরে নাম রয়েছে রনজিদার। তিনি মারা গেছেন নয় বছর আগে।
খলিলনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আ স ম আব্দুর রব বলেন, তালিকা প্রস্তুত করতে ১৯ সদস্যবিশিষ্ট কমিটি রয়েছে। পদাধিকার বলে কমিটির সভাপতি চেয়ারম্যান ও সদস্য সচিব ইউনিয়নের সচিব। এ ছাড়া কমিটিতে শিক্ষক, মুক্তিযোদ্ধা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদস্য হিসেবে রয়েছেন। রনজিদা বেগম মারা গেছেন বিষয়টি সত্য। কীভাবে তালিকায় নাম এসেছে আমি জানি না।
খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান রাজু বলেন, রনজিদা বেগমের সতিন তথ্য গোপন করে নিজে রনজিদা পরিচয়ে ভিজিডি কার্ডের চাল উত্তোলন করতে এসেছিলেন। রনজিদা বেগম মারা গেছেন বিষয়টি জানতে পেরে কার্ডের চাল আটকে রাখা হয়েছে। ঘটনাটি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে অবহিত করেছি। ওই কার্ডের চাল ইউনিয়ন পরিষদে আছে। রোববার (৭ ফেব্রুয়ারি) রেজুলেশান করে তার নাম বাদ দেওয়া হবে।
তালা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, ঘটনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে শুনেছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তারিফ-উল-হাসান বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আকরামুল ইসলাম/এমএসআর