দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হাসপাতালে পাঠালেন প্রথম স্ত্রী

বরগুনার পাথরঘাটা উপজেলায় স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রথম স্ত্রীর বিরুদ্ধে। ভুক্তভোগী পেশায় একজন জেলে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের রুহিতা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জেলে সেলিম মিয়া (৪৫) একই এলাকার হিঙ্গুর শরীফের ছেলে।
জানা যায়, চার বছর আগে দ্বিতীয় বিয়ে করেন সেলিম। এরপর থেকেই প্রথম স্ত্রী মমতাজের সঙ্গে পারিবারিক কলহ লেগেই থাকত তার। দ্বন্দ্বের কারণে দ্বিতীয় স্ত্রী পুতুল বেগম তার বাবার বাড়িতে থাকা শুরু করেন। সেলিম মাঝেমধ্যে পুতুলের বাবার বাড়িতে যেতেন। যেটা প্রথম স্ত্রী মমতাজ পছন্দ করতেন না।
গতকাল রোববার সেলিম দ্বিতীয় স্ত্রীর বাড়ি থেকে প্রথম স্ত্রীর কাছে আসেন। সোমবার ভোরে ঘুমিয়ে থাকা অবস্থায় পুরুষাঙ্গ কেটে ফেলেন মমতাজ। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় সেলিমকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী সেলিম মিয়া বলেন, আমি পুতুলের (দ্বিতীয় স্ত্রী) বাড়িতে এক সপ্তাহ ছিলাম। সেখান থেকে গতকাল রোববার বাড়িতে আসি। রাতে খাবার খেয়ে আমি ও আমার স্ত্রী মমতাজ ঘুমিয়ে পড়ি। এরপর ভোর রাতের দিকে মমতাজ বঁটি দিয়ে আমার পুরুষাঙ্গ কেটে ফেলে। তবে কী কারণে এমনটা করল, তা জানি না।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, বিষয়টি আমরা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত তাদের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এনএ