ভারতীয় জাল রুপিসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল রুপিসহ একজন জাল নোট ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বরেন্দ্র মোড় থেকে তাকে আটক করা হয়। র্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আটককৃত ভারতীয় জাল রুপি ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর এলাকার মৃত চাঁন মোহাম্মদের ছেলে মো. জসিম (২৮)। তার কাছ থেকে ৩ লাখ ৯৫ হাজার জাল ভারতীয় জাল রুপি জব্দ করা হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে, বরেন্দ্র মোড়ের জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিস অফিসের পশ্চিম পাশের গেটের সামনে পাকা রাস্তার উপর এক ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে তাকে আটক করে র্যাব। এ সময় একটি প্লাস্টিকের ব্যাগে এসব জাল ভারতীয় রুপিসহ তাকে আটক করা হয়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র্যাব।
মো. জাহাঙ্গীর আলম/এইচকে