পাঠকের মনে জায়গা করে নিয়েছে ঢাকা পোস্ট

‘মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ঢাকা পোস্ট সাহসের সঙ্গে গণমানুষের কথা বলে যাচ্ছে। এ জন্যই ঢাকা পোস্ট অল্প সময়ের মধ্যে পাঠকের হৃদয় জয় করেছে। গণমানুষের কাছে জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছে। ঢাকা পোস্ট এখন দেশের সব শ্রেণিপেশার মানুষের প্রিয় পত্রিকা।’
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর প্রেসক্লাব মিলনায়তনে জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকাপোস্ট.কমের প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ঢাকা পোস্ট গত এক বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠকের মনে জায়গা করে নিয়েছে। এক বছরের মধ্যেই দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম হয়ে ওঠার স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমরা বিশ্বাস করি।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ডিজিটাল বাংলাদেশে নিউজ পোর্টালগুলো সময়ের দাবি হয়ে উঠেছে। সাংবাদিকতাকে নতুন মাত্রা দিয়েছে মূলধারার নিউজ পোর্টালগুলো। সত্যের সাথে সন্ধি― এমন চমৎকার স্লোগান নিয়ে ঢাকা পোস্টের যাত্রা শুরু হয়েছিল। আমি আশা করব সত্যের সাথে সন্ধি করেই ঢাকা পোস্ট সত্য প্রকাশে নির্ভীক হবে। প্রতিষ্ঠানটির নেপথ্যে থাকা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের নাটোর প্রতিনিধি জালাল উদ্দিন প্রমুখ।

নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন বলেন, ঢাকা পোস্ট তার গুণগত মান বজায় রেখে সত্য প্রকাশে অবিচল রয়েছে। অনেক গঠনমূলক সমালোচনা আমাদের সমৃদ্ধ করছে।
নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন বলেন, মানুষের শেষ সংবাদের ভরসা হবে ঢাকা পোস্ট। আমি ঢাকা পোস্টের সাফল্য কামনা করি।
জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু বলেন, ঢাকা পোস্ট আমাদের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে উঠেছে।
নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল বলেন, লেখনির মাধ্যমে ঢাকা পোস্ট তার অবস্থান জানান দিয়েছে, আমি নিয়মিত পাঠক। ঢাকা পোস্টের সাথেই থাকব।
অনুষ্ঠানে ঢাকা পোস্টের নাটোর জেলা প্রতিনিধি তাপস কুমার স্বাগত বক্তব্য দেন। এ সময় অন্যান্যের মধ্যে সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, লালপুর উপজলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন, আনন্দ টিভির নাটোর প্রতিনিধি জাহিদুল ইসলাম, আখলাক হোসেন লালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
করোনাকালে মানবসেবায় অনন্য অবদান রাখায় অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, সিংড়া মডেল প্রেসক্লাব ও লালপুর উপজেলা প্রেসক্লাবকে ঢাকা পোস্টের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এর আগে কেক কেটে ঢাকাপোস্ট.কমের প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান শুরু করেন অতিথিরা। বাংলা ট্রিবিউনের নাটোর প্রতিনিধি কামাল মৃধা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
তাপস কুমার/আরএআর