ঢাকা পোস্ট অবহেলিত মানুষের কথা বলে

বাগেরহাটে বর্ণিল আয়োজনে জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নকীব সিরাজুল হকের সভাপতিত্বে ও ঢাকা পোস্টের বাগেরহাট জেলা প্রতিনিধি তানজীম আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক।
এ সময় আরও বক্তব্য দেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের উপপরিচালক মো. ফরিদ উদ্দীন, জেলা সহকারী তথ্য কর্মকর্তা বিশ্বজিৎ সরকার, বাগেরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোশাররফ হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আলী আকবর টুটুল, প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি মোল্লা আব্দুর রব, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি, আকমল উদ্দীন সাখী, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলন, ঢাকা পোস্টের পাঠক শেখ রফিক, জয়তু কুমার বালা প্রমুখ।
বক্তারা বলেন, এক বছর খুব বেশি সময় নয়। তবে এই সময়ের মধ্যেই ঢাকা পোস্ট জনপ্রিয় হয়ে উঠেছে। মানুষের আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে। অবহেলিত মানু্ষের কথা ঢাকা পোস্ট সামনে নিয়ে এসেছে। সামনের দিনেও ঢাকা পোস্ট আরও বেশি নিপীড়িত মানু্ষের কথা বলবে, সত্যকে নির্ভয়ে সত্যই বলবে এমন আশাবাদ প্রকাশ করেন বক্তারা।
আলোচনা সভা শেষে কেক কাটেন অতিথিরা। বর্ণাঢ্য এই আয়োজনে বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক ঢাকা পোস্টকে একটি জন্মদিনের কেক উপহার দেন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদ আল হাফিজ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এ ছাড়া বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশ ঢাকা পোস্টের অতিথিবৃন্দকে উন্নত মানের মাস্ক উপহার দেয়।
অনুষ্ঠান শেষে করোনাকালে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় বাঁধন মানব উন্নয়ন সংস্থাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
তানজীম আহমেদ/আরআই