জুতা পায়ে শহীদ মিনারে আ.লীগ নেতার স্মরণসভা

যশোরের মনিরামপুরে একটি স্কুলের শহীদ মিনারের বেদিতে মঞ্চ বানিয়ে জুতা পায়ে আওয়ামী লীগ নেতার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে মণিরামপুর উপজেলার মদনপুর মাধ্যমিক বিদ্যালয় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকার সর্বত্র সমালোচনা চলছে।
জানা গেছে, শহীদ মিনারে স্থানীয় সদ্য প্রয়াত এক আওয়ামী লীগ নেতার মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপলক্ষে ওই বিদ্যালয়ের শহীদ মিনারকে মঞ্চ হিসেবে ব্যবহার করা হয়। যেখানে জুতা পায়ে ওঠে আসন দখল করেন ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা, স্থানীয় কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যরা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুনছুর আলী মোড়ল মারা গেছেন। শুক্রবার বিকেলে মদনপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন এলাকাবাসী। সভার মঞ্চ তৈরি করা হয় ওই বিদ্যালয়ের শহীদ মিনারে। রাখা হয় অতিথিদের জন্য চেয়ার টেবিল।
শহীদ মিনারের স্তম্ভের সঙ্গে টানানো হয় ব্যানার। নির্ধারিত সময়ে মঞ্চে অতিথি হিসেবে আসেন হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শিক্ষক জহুরুল ইসলাম, হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন কুমার ধর, সম্মিলনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম খোকনসহ আরও অনেকে।
এদিকে, ভাষার মাসে শহীদ মিনারের এমন অবমাননার বিষয়টি মানতে পারছেন না অনেকেই। শহীদ মিনারকে মঞ্চ হিসেবে ব্যবহার করে জুতা পায়ে অতিথিদের আসন দখল করা সংক্রান্ত কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা দেখে শুরু হয়েছে তীব্র সমালোচনা।
এ বিষয়ে মদনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, শহীদ মিনারের কাজ এখনও শেষ হয়নি। এই জন্য সেখানে মঞ্চ করা হয়েছে। শহীদ মিনারে জুতা পায়ে ওঠার বিষয়টি ওইভাবে ভেবে দেখিনি।
ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, এলাকার ছেলেরা অনুষ্ঠানের আয়োজন করেছে। শহীদ মিনারে জুতা পায়ে ওঠা ভুল হয়েছে।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি কেউ জানায়নি। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জাহিদ হাসান/এসপি