ঢাকা পোস্টের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে সংবাদ পেয়ে যাই

ঢাকা পোস্টের মূলমন্ত্র সত্যের সাথে সন্ধি। এই মূলমন্ত্রে তারা একটি বছর কাজ করেছে। ঢাকা পোস্টের মাধ্যমে আমরা দ্রুততম সময়ের মধ্যে সংবাদ পেয়ে যাই। এক বছর ঢাকা পোস্ট বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠের সঙ্গে সংবাদ পরিবেশন করেছে। এই অল্প সময়ে জনগণের সাথে সম্পৃক্ত সবার কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছে।
ঢাকা পোস্ট যে সুনাম অর্জন করেছে সেই সুনাম নিয়ে আরও এগিয়ে যাবে। সত্যের সাথে সন্ধি তাদের যে স্লোগান সেই আলোকে তারা সত্য অন্বেষণের জন্য নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রাখবে। দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় তারা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের স্থানীয় পূর্বদিক পত্রিকার কার্যালয়ে ঢাকা পোস্টের প্রথম বর্ষপূতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মুজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও মুক্তিযোদ্ধা অ্যাভোকেট হারুন উর রশীদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সহসভাপতি অ্যাভোকেট নুরুল ইসলাম শেফুল, সাংবাদিক সমিতির সাবেক কেন্দ্রীয় নেতা সৈয়দ রুহুল আমীন।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পূর্বদিক পত্রিকার সম্পাদক মুজাহিদ আহমদ, যমুনা টিভির প্রতিনিধি আহমদ আফরোজ, যুগান্তরের প্রতিনিধি হোসাইন আহমদ, শেখ বোরহান উদ্দিন সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব। আলোচনা শেষে কেক কেটে ঢাকা পোস্টের প্রথম বর্ষপূতি পালন করা হয়। করোনাকালীন দাফন-কাফনকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শেখ বোরহান উদ্দিন সোসাইটিকে ঢাকা পোস্টের সম্মাননা প্রদান করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা জানান মৌলভীবাজার প্রেসক্লাবের সহসভাপতি অশোক কুমার দাস, প্রথম আলোর প্রতিনিধি আকমল হোসেন নিপু, মানবজমিনের প্রতিনিধি মাসুদ আহমদ, মুক্তকথার সম্পাদক মামুনুর রশীদ মহসীন, বিটিভির প্রতিনিধি হাসানাত কামাল, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান, জাগো নিউজের প্রতিনিধি আব্দুল আজিজ, আজকের পত্রিকার প্রতিনিধি আব্দুর রব, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি রাজন আহমদ, জুড়ির সময়ের সম্পাদক আশরাফ আলী, আইনিউজের কামরুল হাসান শাওন, মানবকণ্ঠের কামরান আহমদসহ অনেকে।
ওমর ফারুক নাঈম/এনএ