সত্য ও সুন্দরের কারণে এগিয়ে যাচ্ছে ঢাকা পোস্ট

সত্য ও সুন্দর উপস্থাপনের কারণে পাঠকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে ঢাকা পোস্ট। এক বছরে ঢাকা পোস্ট সাহসিকতা ও মানবিকতার সমন্বয় ঘটিয়ে যে অর্জন করেছে, তা ধরে রাখতে হবে। পাঠকের চাহিদা পূরণের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থ বিষয়ক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ নিউজ পোর্টাল হিসেবে ঢাকা পোস্ট তাদের অবস্থান দৃঢ় করেছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর চেম্বার ভবন মিলনায়তনে নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম বর্ষপূতির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় তিনি বলেন, গণমাধ্যমে বস্তুনিষ্ঠতার খুব অভাব। একটা খবরের পেছনের খবর সহজে উঠে আসে না। পাঠক হিসেবে আমরা খবরের নেপথ্যের খবর, গভীরতা, তথ্যসমৃদ্ধ সত্যটা জানতে চাই। এক বছরে ঢাকা পোস্ট সেই চাহিদা পূরণে কিছুটা হলেও সফল। তাদের বেশ কিছু রিপোর্টে অনিয়ম-দুর্নীতি বন্ধ হয়েছে। অনেক অসহায় মানুষ সহযোগিতা পেয়েছে। সাহসিকতা ও মানবিকতাও সাংবাদিকতার অংশ, তা ঢাকা পোস্টে বেশি লক্ষ্য করা যায়। অবহেলিত অঞ্চল ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য আরো বেশি লিখতে হবে। গত এক বছরের অর্জন এবং পাঠকের আস্থা ধরে রেখে দেশের স্বপক্ষে থেকে চ্যালেঞ্জিং সাংবাদিকতা করতে হবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ভাষা সৈনিক মোহাম্মদ আফজাল ও ভাষা সৈনিক আশরাফ হোসেন বড়দা। পরে তাদের দুজনকে ঢাকা পোস্টের বর্ষপূর্তি উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবুর সভাপতিত্বে আলোচনা পর্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন; রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক প্রফেসর মো. শাহ্ আলম, সুজনের রংপুর মহানগর সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান, রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক ওয়াদুদ আলী, দৈনিক দাবানলের নির্বাহী সম্পাদক সুশান্ত ভৌমিক, চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার মেরিনা লাভলী, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক একেএম মঈনুল হক।
এ সময় বক্তারা বলেন, ৩৬৫ দিন খুবই অল্প সময়। এই অল্প সময়ে ঢাকা পোস্ট যেভাবে এগিয়ে গেছে, যা বিস্ময়ের। সত্য ও সুন্দর দিয়ে পাঠকের আস্থা ও ভরসার জায়গায় যেতে ঢাকা পোস্ট সক্ষম হয়েছে। সমাজের অন্যায় অনিয়মের বিরুদ্ধে সঠিক তথ্য ঢাকা পোস্ট তুলে ধরেছে। সংবাদ পরিবেশনে নতুনত্ব এনেছে ঢাকা পোস্ট। শুধু লিখে নয়, সংবাদ বিশ্বাসযোগ্য করে তুলতে ভিডিও চিত্রসহ প্রকৃত সত্য তথ্যসমৃদ্ধ উপস্থাপন পোর্টালটির জনপ্রিয়তার অন্যতম কারণ। আগামীতেও এমন ধারা অব্যাহত থাকবে এই প্রত্যাশা করছি।
এ ছাড়া বক্তব্য রাখেন, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম, সিটি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহসভাপতি আবুল হোসেন বাবলু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দফতর সম্পাদক একেএম সুমন মিয়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য কেএম হিমেল আহমেদ, অনলাইন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শাহরিয়ার মিম, তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার রংপুর জেলা সভাপতি আব্দুল বাতেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন ঢাকা পোস্টের রংপুরের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক শিপন তালুকদার।
আলোচনা পর্ব শেষে করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধা হিসেবে অনন্য অবদান রাখার জন্য ঢাকা পোস্টের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর দেম, আমরাই পাশে রংপুর এবং স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অতিথিদের নিয়ে কেককাটা শেষ হলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও সাংবাদিক সংগঠন থেকে ঢাকা পোস্টের প্রতিবেদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
ফরহাদুজ্জামান ফারুক/আরআই