জন্মভিটায় জীবনানন্দ ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি

কবির রেখে যাওয়া পৈত্রিক ভিটায় জীবনানন্দ ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি তুলেছে জাতীয় কবিতা পরিষদ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) জীবনানন্দ দাশের ১২৩তম জন্মবার্ষিকী পালন শেষে জেলা প্রশাসকের কাছে এই দাবি তুলে চিঠি দেওয়া হয়েছে।
জাতীয় কবিতা পরিষদ বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নাজমুল হোসেন আকাশ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশের স্মৃতি সংরক্ষণ, সাহিত্যকর্মের প্রচার, তাকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়ােজন, গবেষণা কাজের জন্য কবির পৈতৃক বাড়ি সর্বানন্দ ভবনে একটি ইনস্টিটিউট করা প্রয়ােজন। কবির পৈতৃক ভিটা ছাড়া এ ধরনের স্থাপনা অন্যত্র করা হলে সেটি দেশে-বিদেশে কবি অনুরাগীদের কাছে গ্রহণযােগ্য হবে না।
এ ছাড়া কবির জন্মদিন উপলক্ষে জাতীয় কবিতা পরিষদ, প্রগতি লেখক সংঘ, সাংস্কৃতিক সংগঠন উত্তরণ শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, কবিতা আবৃত্তি এবং স্বরচিত কবিতা পাঠের আয়োজন করে।
সকাল ৯টায় নগরীর জীবনানন্দ দাশ সড়কের জীবনানন্দ ভবনে কবি জীবনানন্দ দাশের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এসব অনুষ্ঠানের শুরু হয়।
জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার সাধারণ সম্পাদক পার্থ সারথির সঞ্চালনায় কবি জীবনানন্দ দাশের জীবন ও সৃষ্টি নিয়ে আলোচনা করেন, কবি মোস্তাক আল মেহেদী, শোভন কর্মকার, ছাড়াকার সুভাষ দাশ নিতাই, সাংবাদিক সুশান্ত ঘোষ, আরিফ আহমেদ, দেবাশীষ হালদার, লেখক হাসিনা বেগম, কবি কাজী সেলিনা, বাহাউদ্দীন গোলাপ, শিল্পী বিমল চক্রবতী প্রমুখ।
এদিকে সকালে কবি জীবনানন্দ দাশের ক্যাম্পাস সরকারি ব্রজমোহন কলেজে কবির জন্মদিন পালন করে সাংস্কৃতিক সংগঠন উত্তরণ।
সৈয়দ মেহেদী হাসান/আরআই