মানিকগঞ্জে চোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

মানিকগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ বৃহস্পতিবরি) ও বুধবার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদর থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) হোসাইন মো. রায়হান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- মানিকগঞ্জ পৌর এলাকার বান্দুটিয়া গ্রামের মো. আশিক (১৯), দৌলতপুর উপজেলার উলাইল গ্রামের সবুজ মিয়া (১৯), সিঙ্গাইর উপজেলার আঙ্গারিয়া গ্রামের জাহেদুল ইসলাম (৩০) ও ঘোনাপাড়া গ্রামের মাসুদুর রহমান (৩৮) এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সজিব হোসেন (২০)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান বলেন, মানিকগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন উপজেলা সদরে মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে গেছে। গত ১০ ফেব্রুয়ারি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রিজভী হোসেন নামে এক যুবকের মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ওই যুবক সদর থানায় মামলা করেন।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে আশিক, সবুজ ও সজিবকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি করা রিজভীর মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।
এ দিকে গত বুধবার রাতে অভিযান চালিয়ে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় অভিযান চালিয়ে জাহেদুল ও মাসুদুরকে গ্রেফতার করা হয়। তাদেরকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, আজ (শুক্রবার) দুপুরে চোর চক্রের তিন সদস্য আশিক, সবুজ ও সজিবকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোহেল হোসেন/আরআই