উদীচী বরিশালের সভাপতি মিরন, সম্পাদক স্নেহাংশু

সাইফুর রহমান মিরনকে সভাপতি ও স্নেহাংশু বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিংশতিতম সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
‘শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে’ স্লোগান ধারণ করে বেলা ১১টায় নগরীর জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন সংস্কৃতজন অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি প্রবীর সরদার ও সম্পাদকমণ্ডলীর সদস্য আরিফ নূর।
প্রথম অধিবেশনে আলোচনা, শোক প্রস্তাব ও সাধারণ সম্পাদকের বাৎসরিক প্রতিবেদন উত্থাপন এবং তার ওপরে সাধারণ সদস্যদের পর্যালোচনা অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের বিষয় নির্বাচনী কমিটির মাধ্যমে সাইফুর রহমান মিরণকে সভাপতি এবং স্নেহাংশু কুমার বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে বরিশাল জেলা সংসদের ৩৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
সৈয়দ মেহেদী হাসান/আরআই