নোয়াখালীতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে নোয়াখালীতে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহর মাইজদী টাউন হল মোড়ে এ ঘটনা ঘটে।
পরে পুলিশের বাধার প্রতিবাদে চৌমুহনী চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি চৌমুহনী বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বলেন, গণঅধিকার পরিষদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশের বিভিন্ন স্থানে আমাদের কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে, জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের পতন ঘটানো হবে।
গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন বলেন, গণঅধিকার পরিষদ নোয়াখালী জেলা কর্তৃক পূর্বঘোষিত গণসমাবেশে পুলিশ বাধা দেয়। এর প্রতিবাদে গণঅধিকার পরিষদের সহযোদ্ধারা তাৎক্ষণিক এ বিক্ষোভ মিছিল করেন।
গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব আব্দুজ জাহের বলেন, একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে আপনারা বাধা দিয়ে দিয়েছেন। আমাদের নেতাকর্মীদের লাঠিপেটা করেছেন। ভবিষ্যতে আপনাদের কোনো বাধা মানা হবে না।
বিক্ষোভ সমাবেশে নোয়াখালী জেলার কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরএআর