দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের চাপ নেই

যানবাহনের কোনো চাপ নেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। নদী পারের জন্য আসা যানবাহনগুলো ভোগান্তি ছাড়াই ফেরির দেখা পাচ্ছে।
জানা গেছে, কয়েক দিন ধরে ঘাট এলাকায় যানবাহনের যে চাপ ছিল তা আজ আর নেই। ঘাটে নদীপারের জন্য যানবাহনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হলেও ঢাকা-খুলনা মহাসড়ক এখন ফাঁকা। ঘাট এলাকাতেও নেই কোনো কোলাহল। যাত্রীর চাপও নেই তেমন। অপেক্ষা ছাড়া নদী পার হতে পেরে সবাই খুশি।
শনিবার সকালে দৌলতদিয়া ঘাটে দেখা যায়, প্রতিদিন ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে চার-পাঁচ কিলোমিটার যানজট লেগে থাকত। আজ সেই মহাসড়ক ফাঁকা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা যানবাহনগুলো স্বস্তিতেই ফেরির নাগাল পাচ্ছে।এছাড়া পাটুরিয়া প্রান্তে থেকে ছেড়ে আসা ফেরিগুলো অপেক্ষা করছে যানবাহনের। ফেরি থেকে যানবাহন নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে দৌলতদিয়া প্রান্তের যানবাহনগুলো সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে।
গোল্ডেন লাইন পরিবহনের চালক এজাজ হোসেন ঢাকা পোস্টকে বলেন, কয়েক সপ্তাহ থেকেই ঘাট এলাকায় গাড়ির চাপ বেশি ছিল। আজ সপ্তাহের প্রথম দিন ঘাটে গাড়ির চাপ নেই। কাউন্টার থেকে টিকিট নিয়ে সরাসরি ফেরিতে চলে এসেছি। সারা বছর যদি এমন থাকত তাহলে বেশ ভালো হতো। আমাদের সময় এবং অর্থ দুটোই বেঁচে যেত।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান ঢাকা পোস্টকে বলেন, আজ ঘাটে চাপ নেই। ফেরি পার হতে আসা যানবাহন সরাসরি ফেরিতে উঠতে পারছে। কোনো ভোগান্তি নেই তাদের।বর্তমানে এই রুটে ১৭ টি ফেরি চলাচল করছে।
মীর সামসুজ্জামান/এসপি