ঝুট ব্যবসা দখলে নিতে যুবলীগ নেতার হামলা, আহত ১০

সাভারের আশুলিয়ায় একটি কারখানার ঝুট ব্যবসার দখল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার দক্ষিণ গাজিরচটের আরিয়ার মোড় এলাকার এসএআর ইন্টারন্যাশনাল ক্লোথিং নামে একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
ঝুট ব্যবসায়ী আমিন মাদবর বলেন, ওই কারখানার ঝুট ব্যবসা আমারই ছিল। পরে আমি কাইয়ুম, সবুজসহ কয়েকজনকে ব্যবসার ভাগ দিয়েছিলাম। তবে কাইয়ুম ইউনিয়ন যুবলীগের পদ পাওয়ার পর একা ব্যবসা শুরু করে। সবুজসহ অন্যদের ভাগ দেয় না। সবুজ আজ কারখানায় যায়। এ সময় কাইয়ুমের লোকজন অস্ত্রসস্ত্র নিয়ে কারখানার সামনে গিয়ে সবুজের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সবুজের আঙ্গুল কেটে দেয় তারা।
ঝুট ব্যবসায়ী যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম বলেন, আমি প্রতিদিনের মতো আজও ঝুট বের করতে কারখানার সামনে যাই। এ সময় আমিন মাদবর, সবুজ, আরাফাত, রাজু, হাসান, সিজানসহ বেশ কয়েকজন আমাদের ওপর হামলা চালায়। আমার ৪-৫ জন লোক আহত হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ঝুট ব্যবসা দখল নিতে এর আগেও ওই কারখানার সামনে অস্ত্র নিয়ে মহড়া দেয় যুবলীগ নেতা কাইয়ুম ও তার সহযোগীরা। এ নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়।
মাহিদুল মাহিদ/এসপি