চাকরি দেওয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণ

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, নোয়াখালী 

২০ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৮ পিএম


চাকরি দেওয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণ

নোয়াখালীর চাটখিল উপজেলায় চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নেশাদ্রব্য খাইয়ে এক গৃহবধূকে (২৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের পাল্লা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণী নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত মো. ফুয়াদ আল মতিন (৩০) চাটখিল উপজেলার আব্দুল মতিনের ছেলে।

ভুক্তভোগী গৃহবধূ বলেন, চাকরি দেওয়ার কথা বলে মো. ফুয়াদ আল মতিন আমাকে তার অফিসে ডেকে নেন। অফিসে যাওয়ার পর আমাকে নেশাদ্রব্য খাইয়ে অচেতন করে ধর্ষণ করে। এ সময় তার পাশে থাকা একজন ভিডিও ধারণ করেছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ।

চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে অভিযোগের আলোকে ব্যবস্থা গ্রহণ করব। এ ছাড়া অভিযুক্ত মতিনকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। 
 
হাসিব আল আমিন/আরআই

Link copied