নোয়াখালীতে ভাষাসৈনিক রইছ উদ্দিনকে সংবর্ধনা

নোয়াখালীতে ভাষাসৈনিক মো. রইছ উদ্দিনকে (১০৪) সংবর্ধনা দিয়েছে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদে মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ ভাষাসৈনিক মো. রইছ উদ্দিনের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় ভাষাসৈনিক মো. রইছ উদ্দিন বলেন, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের সময় বৃহত্তর নোয়াখালীর ভাষা সংগ্রাম কমিটির অন্যতম সংগঠক হিসেবে ঢাকায় ছাত্র হত্যার প্রতিবাদ ও রাষ্ট্রভাষা বাংলার দাবিতে চৌমুহনীতে পোস্টার লাগানো, দেয়াল লিখন ও মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছি। কুমিল্লায় কারাবাস করতে হয়েছে। একই কারাগারে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাজনৈতিক কারণে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সঙ্গে ঢাকায় একই জেলে থেকেছি। তার সান্নিধ্য পেয়েছি।
নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ বলেন, ভাষাসৈনিক রইছ উদ্দিন আমাদের নোয়াখালীর গর্ব। তিনি আমাদের মাতৃভাষা বাংলার জন্য কারাবাস করেছেন। এমন জীবন্ত কিংবদন্তিকে সম্মাননা দেওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। আজকের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বার্থকতা হলো এমন গুণীজনকে সম্মাননা দেওয়া।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯২২ সালে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর হাজীপুর মুহুরী বাড়িতে জন্মগ্রহণ করেন ভাষাসৈনিক মো. রইছ উদ্দিন। তার বাবার নাম মৃত ছেলামত উল্লাহ ও মায়ের নাম মৃত জাকিয়া খাতুন।
হাসিব আল আমিন/আরএআর