বই মেলায় বিনা টাকায় মিলছে একসেট বই

রাজশাহীতে বিনা পয়সায় একসেট বই পেয়েছেন পাঠক। মেলা আয়োজন করে পাঠকদের হাতে এ বই পৌঁছে দিয়েছে অনলাইন ভিত্তিক লেখালেখির সংগঠন ‘মাইন্ড ক্যাসেল’।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সোমবার নগরীর সিএনডিবি মোড় এলাকার ফুটপাতে দ্বিতীয়বারের এ আয়োজন ছিল। আয়োজকরা এ্ই বই মেলার নাম দিয়েছেন পুস্তক পথ।
ফুটপাতে ছড়ানো রয়েছে থরে থরে বই। সেখান থেকে দুটি বই বেছে নিচ্ছেন বই প্রেমীরা। সঙ্গে একটি ম্যাগাজিন থাকছে। এই বই নিতে কোনো পয়সা গুনতে হচ্ছে না।
এ উদ্যোগের পেছনে রাজশাহীর বিভিন্ন বিদ্যালয়ের ২৩ শিক্ষার্থী রয়েছেন। সঙ্গে একদল শিক্ষার্থী স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্বপালন করছেন।
আয়োজকদের একজন নাইমা তাসনিম আভা। রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি পড়ুয়া এ শিক্ষার্থীর মাথা থেকে এসেছে ব্যতিক্রমী এই চিন্তা।
গত বছর একুশে ফেব্রুয়ারিতে তারা চার হাজার বই নিয়ে ব্যতিক্রমী মেলার আয়োজন করে। এবার বই সংখ্যা ছড়িয়েছে দ্বিগুন। নতুন-পুরাতন এসব বই এসেছে দান অনুদান থেকে।
আয়োজকরা জানিয়েছেন, পুস্তক পথ আয়োজনে মাসখানেক আগে তারা বই সংগ্রহে নামেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলে প্রচারণা। পূর্বঘোষণা অনুযায়ী একুশে ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
এরপরই লাইনে দাঁড়িয়ে বই নেন পাঠকরা। ঘণ্টাখানেকের বিরতি দিয়ে ব্যতিক্রমী এ বই মেলা শেষ হয় বিকেল ৫টা নাগাদ।
বই মেলা চলাকালীন মাত্র দুই টাকায় নির্ণয় হয়েছে রক্তের গ্রুপ। এছাড়া চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন ছিল। বই মেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন ছিল। তরুণদের এই উদ্যোগ নগরীতে সাড়া ফেলেছে বেশ।
ফেরদৌস সিদ্দিকী/এমএএস