টাকা ফেরত পেলেন দালাল প্লাসের ১০ গ্রাহক

এসএসএল গেটওয়েতে আটকে থাকা টাকা ফেরত পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান দালাল প্লাসের ১০ জন গ্রাহক। তাদের ১৭ লাখ ৭৪ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ অর্থ হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) এ এইচ এম সফিকুজ্জামান বলেন, আমরা ইতোমধ্যে কিউকম এবং আলেশামার্টের টাকা ফেরত দেওয়া শুরু করেছি। আজ দালাল প্লাসের ১০ জন গ্রাহককে ১৭ লাখ ৭৪ হাজার টাকা ফেরত দেওয়া হলো। এভাবে পর্যায়ক্রমে ই-কমার্স প্রতিষ্ঠানের টাকা ফেরত দেওয়া হবে।
তিনি বলেন, আমরা গ্রাহকদের আশ্বস্ত করতে চাই, ওয়ান ওয়েতে টাকা ফেরত দেবো। এসএসএলসহ অন্য যেখানেই আটকে থাকুক, সেখানে ফ্রিজ করা থাকবে। এ টাকা আমরা গ্রাহকে ফেরত দেবো।
অন্য ই-কমার্স প্রতিষ্ঠানের টাকা কবে থেকে ফেরত দেওয়া শুরু হবে? জানতে চাইলে তিনি বলেন, ২৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১১৫টি মামলা রয়েছে। গেটওয়েতে আটকে থাকা টাকা প্রকৃত গ্রাহক যেন পান সে জন্য আমাদের লিগাল প্রসিডিউর রয়েছে। সেগুলো আমাদের মেনে চলতে হবে।
অতিরিক্ত সচিব বলেন, অনেক প্রতিষ্ঠানের প্রধান বিভিন্ন মামলায় জেল হাজতে আছেন। সেখান থেকে তাদের বের করতে হলে আইনানুগ ব্যবস্থা অবলম্বন করেই বের করতে হবে। এ ক্ষেত্রে ই-ক্যাব মুভ করতে পারে। আর আমরা বিভিন্ন মিটিংয়ে আলোচনা করেছি যে তাদের যদি কন্ডিশনাল জামিন দেওয়া যায়, তাহলে তারা আবার তাদের প্রতিষ্ঠানগুলো পরিচালনা করাতে পারবেন। সেটা আমরা মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি। আইন মন্ত্রণালয়কেও এ বিষয়টি জানিয়ে দিয়েছি।
এসএইচআর/এসকেডি