রবিতে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিলেন কামরান

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি ২০২১, ০৭:২২ পিএম


রবিতে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিলেন কামরান

কামরান বকর/ ছবি: সংগৃহীত

টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের পরিচালনা পরিষদে ইন্ডিপেন্ডেন্ট নন-এক্সিকিউটিভ ডিরেক্টর (স্বতন্ত্র পরিচালক) হিসেবে যোগ দিয়েছেন কামরান বকর।

পরিচালনা পরিষদে থায়াপারাণ সাঙ্গারাপিল্লাইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। প্রতিষ্ঠানটির বোর্ড রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন কামরান।

কামরানকে স্বাগত জানিয়ে রবি’র পরিচালনা পরিষদের চেয়ারম্যান দাতো ইজ্জাদ্দিন ইদ্রিস বলেন, কামরানের দীর্ঘ করপোরেট অভিজ্ঞতা বিশেষ করে দ্রুত বর্ধনশীল ভোগ্য পণ্যের (এফএমসিজি) ব্যবসায় তার অভিজ্ঞতা এবং নিজস্ব দৃষ্টিভঙ্গি রবির পরিচালনা পরিষদে এক নতুন মাত্রা যোগ করবে।

তিনি বলেন, এতে টেলিযোগাযোগ শিল্পে ডিজিটাল চ্যাম্পিয়ন হিসেবে আমাদের অগ্রযাত্রা আরও সুগম হবে। নতুন ভূমিকায় আমরা তাকে স্বাগত জানাই। তার সুদৃঢ় ও দক্ষ নেতৃত্বে রবি ডিজিটাল ভবিষ্যৎ বিনির্মাণে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবে বলে আমরা আশাবাদী। পাশাপাশি আজিয়াটার ‘অ্যাডভান্সিং এশিয়া’র লক্ষ্যেও এগিয়ে যাব আমরা।

২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন কামরান। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত ইউনিলিভার নেপালের এমডি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। সর্বশেষ ২০১৮ থেকে ২০২০ সালের মাঝামাঝি পর্যন্ত ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন কামরান বকর।

একে/এফআর

Link copied