জমিসহ পাঁচতলা ভবন কিনবে সাউথইস্ট ব্যাংক

জমিসহ পাঁচতলা ভবন কিনবে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেড। রাজধানীর গুলশানে পাঁচতলা একটি ভবনসহ ১০ কাঠা ১৫ শতক জায়গা কিনবে প্রতিষ্ঠানটি।
সোমবার (১৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর ভবনসহ এই জায়গা কিনবে ব্যাংকটি। পাঁচতলা ভবনটিতে ১৫টি ফ্ল্যাট এবং ১৫টি গাড়ি পার্কিয়ের সুবিধা রয়েছে। ভবনসহ এই জায়গা কেনায় ব্যাংকটির ৯০ কোটি টাকা (রেজিস্ট্রেশন এবং অন্যান্য খরচ বাদে) ব্যয় হবে।
২০০০ সালে তালিকাভুক্ত ব্যাংকটি ৩১ ডিসেম্বর ২০২০ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তার আগের বছর ১৫ শতাংশ বোনাস ও নগদ লভ্যাংশ দিয়েছিল।
বর্তমানে কোম্পানিতে ১১৮ কোটি ৮৯ লাখ ৪০ হাজার ৫২২টি শেয়ার রয়েছে। রোববার কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ১৪ টাকা ৮০ পয়সাতে।
এমআই/এনএফ