পয়লা বৈশাখে ডায়মন্ড ওয়ার্ল্ডের উৎসব ধামাকা

বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখকে ভিন্নমাত্রা দিতে ডায়মন্ড ওয়ার্ল্ড দিচ্ছে আকর্ষণীয় অফার। প্রতিটি কেনাকাটায় স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতারা পাবেন নিশ্চিত ক্যাশ ব্যাক।
এছাড়াও স্পেশাল স্কিমের জুয়েলারি ও সব ডায়মন্ড জুয়েলারির ওপর ২৫ শতাংশ ডিসকাউন্টসহ ইএমআই (কিস্তি) সুবিধা। অফারটি চলবে ১২, ১৩, ১৪ ও ১৫ এপ্রিল সারা দেশে ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুমগুলোতে।
আর ভার্চুয়াল কেনাকাটায় রয়েছে সব ডায়মন্ড জুয়েলারিতে ২৭ শতাংশ ছাড়, গোল্ড জুয়েলারির মেকিং চার্জে শতভাগ ছাড়, ফ্রি হোম ডেলিভারিসহ শর্ত সাপেক্ষ ইএমআই (কিস্তি) সুবিধা।
শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে ৩৯৯৯ টাকায় ডায়মন্ডের নোজ পিন, ৫৯৯৯ টাকায় ডায়মন্ড লকেট ও ৮৯৯৯ টাকায় ডায়মন্ডের আংটি। অফারটি চলবে ১৪ এপ্রিল রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত শুধুমাত্র।
বিস্তারিত জানতে কল করা যাবে (+৮৮) ০১৭১৩-১৯৯২৭০ নম্বরে অথবা ভিজিট করা যাবে https://www.diamondworldltd.com/BOISHAKHI-1429-এ।
এমএইচএস
