এফবিসিসিআই নির্বাচন ৫ মে

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৬ এএম


এফবিসিসিআই নির্বাচন ৫ মে

এফবিসিসিআইয়ের ২৪তম সভাপতি শেখ ফজলে ফাহিম। ২০১৯ সালের ১৯ মে দায়িত্ব বুঝে নেন তিনি।

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই)  পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৫ মে অনুষ্ঠিত হবে। ২০২১-২০২৩ মেয়াদের এই নির্বাচনের জন্য রোববার তফসিল ঘোষণা করেছে এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ড। এ তফসিল সারাদেশের সব পণ্য ও জেলা ভিত্তিক বাণিজ্য সংগঠনে পাঠিয়েছে নির্বাচন পরিচালনা বোর্ড।

তফসিল অনুযায়ী, আগামী ৬ মার্চের মধ্যে এফবিসিসিআইয়ের সদস্য সংগঠনগুলোকে চাঁদা পরিশোধ করতে হবে। সাধারণ পরিষদ সদস্যদের নাম পাঠানোর সময় শেষ হবে আগামী ৮ মার্চ। ১৩ মার্চ প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। অভিযোগ এবং প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে ২৪ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচনে অংশগ্রহণকারী পরিচালক পদের প্রার্থীদের (নির্বাচিত এবং মনোনীত) মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাইয়ের শেষ দিন ৩১ মার্চ। ৮ এপ্রিল প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১১ এপ্রিল প্রার্থিতা বাতিলের শেষ দিন। ১৫ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

২১ এপ্রিল প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ৫ মে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালক পদে সাধারণ সদস্যদের ভোটগ্রহণ শেষে ফল প্রকাশ করা হবে। নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও ছয়জন সহ-সভাপতি পদে নির্বাচন হবে ৭ মে বিকেল ৩টায়। এরপর ৯ মে চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে নির্বাচনী বোর্ড।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার প্রফেসর মো. আলী আশরাফ এমপিকে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক জাহাঙ্গীর আলামিনকে নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান করে দুটি বোর্ড গঠন করা হয়।

এসআই/এনএফ

Link copied