প্লাস্টিক কারখানার ২০ শতাংশ শ্রমিক পাননি বেতন-বোনাস

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ এপ্রিল ২০২২, ০৩:২১ পিএম


প্লাস্টিক কারখানার ২০ শতাংশ শ্রমিক পাননি বেতন-বোনাস

গৃহস্থালির জিনিস ও খেলনাসহ প্লাস্টিক পণ্য উৎপাদনকারী কারখানার ৮০ শতাংশ শ্রমিককে ঈদের বোনাস ও বেতন দেওয়া হয়েছে। এমন দাবি করেছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)।

সেই হিসাবে এখনো ২০ শতাংশ শ্রমিক বেতন-বোনাস পাননি। মালিকপক্ষ বলছে, আগামী দুদিনের মধ্যে বাকিদের বেতন-বোনাস দেওয়া হবে।

১১ এপ্রিল সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়, ২৮ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন ও ঈদের বোনাস দিতে। সেই নির্দেশ অনুযায়ী আজই ছিল শেষ দিন। শ্রমিকরা বলছেন, বাস্তবে ২০ শতাংশের বেশি শ্রমিক বোনাস-বেতন পাননি।   

এ বিষয়ে প্লাস্টিক কারখানা মালিকদের সংগঠন বিপিজিএমইএর সভাপতি সামিম আহমেদ ঢাকা পোস্টকে বলেন, দেশে আমাদের সদস্যভুক্ত ৫ হাজার ৩০টি কারখানা রয়েছে। এসব কারখানায় প্রায় ৪ থেকে ৫ লাখ শ্রমিক কাজ করেন। তাদের ৮০ শতাংশের বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে। 

এদিকে আজ সংগঠনটির পক্ষ থেকে দেওয়া মহাসচিবের সই করা বিবৃতিতে বলা হয়েছে, বিপিজিএমইএর সদস্যভুক্ত অধিকাংশ প্লাস্টিক শিল্প প্রতিষ্ঠান তাদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধ করেছে।  

এমআই/আরএইচ

Link copied