বস্ত্র রপ্তানিতে নগদ সহায়তার শর্ত শিথিল

দেশীয় বস্ত্র খাতে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা পাওয়ার শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে রপ্তানি নগদ সহায়তা পেতে হলে ন্যূনতম ২০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজন করতে হবে। আগে এর সর্বনিম্ন হার ছিল ৩০ শতাংশ।
সোমবার (৯ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
আগে নগদ সহায়তা পাওয়ার জন্য ১০০ টাকার পণ্য আমদানি করে এর সঙ্গে ন্যূনতম ৩০ টাকার পণ্য সংযোজন করে রপ্তানি করতে হতো। এখন তা কমিয়ে ২০ টাকা করা হয়েছে। অর্থাৎ আগে স্থানীয় মূল্য সংযোজন হার ৩০ শতাংশ ছিল এখন ২০ শতাংশ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, চলতি ২০২১-২০২২ অর্থবছরে বস্ত্র খাতে বিদ্যমান হারে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রদানে স্থানীয় মূল্য সংযোজন ন্যূনতম ২০% প্রযোজ্য হবে। ২০২১-২০২২ অর্থবছরে জাহাজিকৃত রপ্তানি চালানের বিপরীতে দাখিল করা অনিষ্পন্ন আবেদনগুলোসহ এ সার্কুলার জারির তারিখ থেকে পরবর্তী সময়ে দাখিলযোগ্য আবেদনের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে।
এসআই/এসকেডি