৬ কর কমিশনার পদে রদবদল

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৫০ পিএম


৬ কর কমিশনার পদে রদবদল

জাতীয় রাজস্ব বোর্ড

আয়কর বিভাগের ছয় কর কমিশনার পদে রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (১৭ ফেব্রুয়ারি) এনবিআরের সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসু কর্তৃক সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, কর কমিশনার অনিমেষ রায়কে খুলনা কর আপীলাত ট্রাইব্যুনাল সদস্য থেকে নারায়ণগঞ্জের কর কমিশনার, ঢাকার কর আপীলাত ট্রাইব্যুনালের সদস্য মাহবুবা হোসেইনকে ঢাকা কর অঞ্চল ২ এর কর কমিশনার ও রংপুরের কর আপীলাত ট্রাইব্যুনালের সদস্য  মো. আমিনুলকে ইসলাম কর আপীল অঞ্চল ১ এর কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, জি এম আবুল কালাম কায়কোবাদকে চট্টগ্রামের কর অঞ্চল ২ থেকে ঢাকার কর আপীলাত ট্রাইব্যুনালের সদস্য হিসেবে, কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের কমিশনার মো. আসাদুজ্জামানকে রংপুরের কর আপীলাত ট্রাইব্যুনালের সদস্য হিসেবে এবং রাজশাহী কর অঞ্চলের মোহাম্মদ মফিজ উল্যাকে কমিশনার ঢাকার কর আপীলাত ট্রাইব্যুনালের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি কর অঞ্চল ২, ৩ ও ৪ এবং কেন্দ্রীয় কর অঞ্চলের কর কমিশনার পদে ছয় জনকে পদোন্নতি ও বদলি করা হয়েছিল।

আরএম/আরএইচ 

Link copied