সব তামাকপণ্যে শুল্ক-দাম বৃদ্ধির দাবি

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ মে ২০২২, ০৫:৩২ পিএম


সব তামাকপণ্যে শুল্ক-দাম বৃদ্ধির দাবি

আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেটে সব তামাকজাত দ্রব্যের ওপর সম্পূরক শুল্ক ও দাম বৃদ্ধির দাবি জানিয়েছে তামাক বিরোধী বিভিন্ন সংগঠন। রোববার (২৯ মে) প্রেসক্লাবের সামনের আহসানিয়া মিশনের উদ্যোগে বিভিন্ন সংগঠন এক মানববন্ধনে এমন দাবি জানায়।  

এক সংবাদ বিবৃতিতে সংস্থাটি জানায়, তামাক ব্যবহারে নিরুৎসাহিত করার জন্য কর বৃদ্ধির মাধ্যমে তামাক পণ্যের দাম বাড়ানো একটি আন্তর্জাতিক পদ্ধতি। কিন্তু কার্যকরভাবে করারোপের অভাবে বাংলাদেশে তামাকপণ্য অত্যন্ত সহজলভ্য হয়ে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে সিগারেটের ব্যবহার প্রায় একইরকম রয়েছে। সার্বিকভাবে বিদ্যমান তামাক কর ব্যবস্থা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে পারছে না । 

বিবৃতিতে বলা হয়, সরকারের তামাকবিরোধী নানাবিধ কার্যক্রমের ফলে তামাক ব্যবহার ২০০৯ সালের তুলনায় ২০১৭ সালে ১৮৫ শতাংশ হ্রাস পেয়েছে। স্বল্প সময়ে তামাকের এই ব্যবহার হ্রাস সরকারের সাফল্যের স্বাক্ষর বহন করলেও বাংলাদেশে এখনও ৩৫.৩ শতাংশ বা ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করে। আর ধূমপান না করেও প্রায় ৩ কোটি ৮৪ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ বিভিন্ন পাবলিক প্লেস, কর্মক্ষেত্র ও পাবলিক পরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হন। তামাক ব্যবহারের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৩০ হাজার ৫৬০ কোটি টাকা।

তাই আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেটে তামাকের কর ও দাম বৃদ্ধির জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা হচ্ছে-

সব নিম্ন স্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ৫০ টাকা নির্ধারণ করে ৩২.৫০ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ, মধ্যম স্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের প্যাকেটের খুচরা মূল্য ৭৫ টাকা নির্ধারণ করে ৪৮.৭৫ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ।

উচ্চস্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ১২০ টাকা নির্ধারণ করে ৭৮ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ এবং প্রিমিয়াম স্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ১৫০ টাকা নির্ধারণ করে ৯৭.৫০ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করা ।

ফিল্টারবিহীন ২৫ শলাকা বিড়ির খুচরা মূল্য ২৫ টাকা নির্ধারণ করে ১১.২৫ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ এবং ফিল্টারযুক্ত ২০ শলাকা বিভিন্ন খুচরা মূল্য ২০ টাকা নির্ধারণ করে ৯ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করা।

জর্দা এবং গুলের ক্ষেত্রে প্রতি ১০ গ্রাম জর্দার খুচরা মূল্য ৪৫ টাকা নির্ধারণ করে ২৭ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ এবং প্রতি ১০ গ্রাম গুলের খুচরা মূল্য ২৫ টাকা নির্ধারণ করে ১৫ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করা। 

তাদের দাবি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে তামাকপণ্যে কার্যকর করারোপের দাবি বাস্তবায়ন হলে প্রায় ৯ লাখ তরুণকে তামাক ব্যবহার থেকে বিরত করা যাবে। আর প্রায় সাড়ে ৪ লাখ তরুণ অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। অন্যদিকে বাড়তি ৯ হাজার ২০০ কোটি টাকা রাজস্ব আদায় করা যাবে।

আরএম/আইএসএইচ

Link copied