ন্যাশনাল কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল সুপার ষ্টার

জাতীয় পর্যায়ে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মানসম্পন্ন পণ্য তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মাইক্রো শিল্প ক্যাটাগরিতে ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০’ পেয়েছে সুপার ষ্টার ইলেকট্রনিকস লিমিটেড।
রোববার (২৯ মে) বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার দেওয়া হয়।
এসএসজির পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ। দেশে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার দেওয়া হয়।
আধুনিক ইলেকট্রিকেল পণ্যসামগ্রী প্রস্তুত, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গুণগত মানসম্পন্ন পণ্য বিপণনের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সচেষ্ট সুপার ষ্টার ইলেকট্রনিকস লিমিটেড। দেশের শিল্প বিকাশে প্রতিষ্ঠানটি অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ অর্জন করেছে এ গৌরবময় পুরস্কার।
আইএসএইচ