সোনার গহনা রপ্তানি করবে বাংলাদেশ

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৩ জুন ২০২২, ০২:৫৪ এএম


সোনার গহনা রপ্তানি করবে বাংলাদেশ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর বলেছেন, আমদানি নয়, এখন থেকে বাংলাদেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলো বিশ্ববাজারে সোনার গহনা রপ্তানি করবে। আগামীতে রপ্তানিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বাজুস। 

বৃহস্পতিবার (২ জুন) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ঢাকায় সফররত ভারতীয় জুয়েলারি প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত মধ্যাহ্নভোজ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

বাংলাদেশে জুয়েলারি পণ্য তৈরির কারখানা স্থাপনে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগ, প্রযুক্তি এবং কারিগরি সহায়তা চেয়েছেন তিনি।

তিনি বলেন, আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশি বন্ধু ভারত ও বাংলাদেশ একই বৃত্তে দুটি ফুল। দুই দেশের মানুষের মাঝে রয়েছে আন্তরিক ও গভীর ভালোবাসার সম্পর্ক। এই সম্পর্ক কাজে লাগিয়ে ৫০ বছরের জুয়েলারি ব্যবসার ফারাক দূর করতে হবে। ভারতের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের জুয়েলারি ব্যবসায়ীরা এগিয়ে যেতে চান।

ভারতীয় প্রতিনিধি দলের সদস্যদের উদ্দেশে বাজুস প্রেসিডেন্ট বলেন, আপনারা বাংলাদেশে জুয়েলারি কারখানা স্থাপনে বিনিয়োগ করুন। বাংলাদেশি জুয়েলারি ব্যবসায়ীরা এখন বিশ্ববাজারে সোনার গহনা রপ্তানি করতে চান। এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের জুয়েলারি শিল্পমালিকরা যৌথভাবে কাজ করতে চাই। বাংলাদেশের জুয়েলারি ব্যবসায়ীরা এখন শুধু ট্রেডিং নয়, শিল্পায়নে জোর দিচ্ছে।

জুয়েলারি শিল্পে নতুন নতুন করাখানা স্থাপনে জুয়েলারি ব্যবসায়ীদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

সভায় বাজুস সদস্যদের সম্মানে আগামী ২৮ ও ২৯ জুন ভারতের গোয়াতে অনুষ্ঠিতব্য ‘সোনার বাংলা’ শীর্ষক বিটুবি সামিটের একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।

ঢাকায় সফররত ভারতীয় জুয়েলারি প্রতিনিধি দলের সদস্য ও কিনসই সার্ভিসেসের প্রতিষ্ঠাতা কান্তি নাগেভেকার, ‘সোনার বাংলা’ শীর্ষক বিটুবি সামিটের আহ্বায়ক ও এইচপিজে পরিচালক এবং প্রতিষ্ঠাতা হাসমুখ পারখে, বাজুস সহ-সভাপতি গুলজার আহমেদ, আনোয়ার হোসেন ও বাদল চন্দ্র রায়, কোষাধ্যক্ষ উত্তম বণিক উপস্থিত ছিলেন।

এসআই/আইএসএইচ

Link copied