বাড়ল বেসরকারি কর্মকর্তাদের ভাড়া-সুবিধার ব্যয়সীমা

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৯ জুন ২০২২, ০৩:৫৩ পিএম


বাড়ল বেসরকারি কর্মকর্তাদের ভাড়া-সুবিধার ব্যয়সীমা

বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসাভাড়া, যাতায়াত, মহার্ঘ ভাতা ও এ ধরনের সুবিধাগুলোর সীমা বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার (৯জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামের ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেটে এই ঘোষণা দেন।

অর্থমন্ত্রী বলেন, পারকুইজিট খাতে অনুমোদনযোগ্য ব্যয়সীমা ৫ লাখ ৫০ হাজার থেকে ১০ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব করছি। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, কোনো কোম্পানি তার কর্মচারীদের বেতন হিসাবে যে সমস্ত ভাতা ও সুবিধা প্রদান করে তাই পারকুইজিট। যেমন- বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, মহার্ঘ ভাতা, বাসস্থান সুবিধা, গাড়ি সুবিধা ইত্যাদি। অন্যভাবে বলা যায়, মূল বেতন, উৎসব বোনাস, ওভার টাইম, ইনসেন্টিভ বোনাস, বকেয়া ও অগ্রিম বেতন, ছুটি নগদায়ন, কর্মচারীদের বিভিন্ন তহবিলে জমাদানকৃত অর্থ ব্যতিত অন্য যা কিছু প্রদান করা হয় তাই পারকুইজিট।

এমআই/এনএফ

টাইমলাইন

Link copied