বিকাশের মাধ্যমে বিমার প্রিমিয়াম সংগ্রহে ব্র্যাক ব্যাংকের চুক্তি

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

১৭ জুন ২০২২, ০৫:২৩ এএম


বিকাশের মাধ্যমে বিমার প্রিমিয়াম সংগ্রহে ব্র্যাক ব্যাংকের চুক্তি

ব্র্যাক ব্যাংকের বিভিন্ন ফিজিক্যাল ও ডিজিটাল চ্যানেল এবং সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে বিমা প্রিমিয়াম সংগ্রহের জন্য জীবন বীমা করপোরেশনের (জেবিসি) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির অধীনে সারা দেশে জীবন বীমা করপোরেশনের পলিসি- হোল্ডাররা এখন বিকাশ অ্যাপ এবং ইউএসএসডি কোড *২৪৭# এর মাধ্যমে বীমা প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। এছাড়াও জেবিসি ব্র্যাক ব্যাংক-এর ‘ডাইরেক্ট ডেবিট পুল’ সার্ভিসের মাধ্যমে এর গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রিমিয়াম সংগ্রহ করতে পারবে। ব্র্যাক ব্যাংক এবং বিকাশ জেবিসি’র কেন্দ্রীয় অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে এপিআই সংযোগ স্থাপন করেছে বলে এই চুক্তি জেবিসি-কে রিয়েল-টাইম অ্যাকাউন্ট রিকনসিলিয়েশন করতে সাহায্য করবে।

বুধবার (১৫ জুন) বিকাশ ও ‘ডাইরেক্ট ডেবিট পুল’ সলিউশনটি দ্যা ওয়েস্টিন ঢাকায় একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এই চুক্তির অধীনে বিভিন্ন সেবা অন্যান্য চ্যানেলে যেমন— ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং, শাখা/উপশাখা নেটওয়ার্ক, পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল অ্যাপ ‘আস্থা’য় শিগগিরই পাওয়া যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেবিসির চেয়ারম্যান (সাবেক সিনিয়র সচিব) মো. আসাদুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেবিসির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইফুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন, বিকাশ লিমিটেডের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.) ও ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান।

এ পার্টনারশিপ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন বলেন, গত কয়েক বছরে ব্র্যাক ব্যাংক বিভিন্ন ভ্যালু অ্যাডিং কালেকশন ও পেমেন্ট সলিউশন, বিশেষ করে বিমা খাতের জন্য, চালুর মাধ্যমে ট্রানজেকশন ব্যাংকিংকে সমৃদ্ধ করেছে। জীবন বীমা করপোরেশনের সঙ্গে আমাদের পার্টনারশিপ গ্রাহকদের ব্যাপকভাবে উপকৃত করবে, কারণ তারা যেকোনো জায়গায় যেকোনো সময় প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। প্রিমিয়াম জমা দেওয়ার জন্য গ্রাহকদের আর জেবিসি অফিসে যেতে হবে না, বরং অ্যাপ ব্যবহার করে মাত্র কয়েকটি ক্লিকে অর্থপ্রদান করতে পারবেন। ব্র্যাক ব্যাংক ও এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডকে এই ডিজিটাল উদ্যোগের অংশীদার করার জন্য আমরা জেবিসি-কে ধন্যবাদ জানাই, যা সরকারের ডিজিটাল বাংলাদেশের রূপকল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একটি গ্রাহককেন্দ্রিক ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় স্বাচ্ছন্দ্যময় গ্রাহক অভিজ্ঞতা প্রদানের জন্য নতুন নতুন সেবা চালু করে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বলেন, বিমা খাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রাহকদের আস্থা অর্জন। ব্র্যাক ব্যাংক, জীবন বীমা করপোরেশন এবং বিকাশের এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা উপকৃত হবেন। কারণ যেকোনো স্থান থেকে যেকোনো সময় প্রিমিয়াম পরিশোধ করা যাবে। এটি ডিজিটালাইজেশনের একটি সুখবর। আমি আশা করি এই যৌথ উদ্যোগ মানুষকে আরও নিরাপদে এবং সুবিধাজনকভাবে বিমা সেবা উপভোগ করতে সহায়তা করবে।

বিকাশ লিমিটেডের চিফ এক্সটারনাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.) বলেন, আমরা ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় সরকারের মালিকানাধীন বৃহত্তম বিমা সেবা প্রদানকারী জীবন বীমা করপোরেশনের সঙ্গে পার্টনারশিপ করতে পেরে আনন্দিত। পলিসি-হোল্ডাররা দিন বা রাতের যেকোনো সময় যেকোনো জায়গা থেকে বিকাশের মাধ্যমে তাদের প্রিমিয়াম জমা দেওয়ার সুযোগ পাবেন। এর ফলে বিমা শিল্পে আরও গতিশীলতা আসবে। একটি কমপ্লায়েন্ট প্রতিষ্ঠান হিসেবে বিকাশের ৬.২ কোটি গ্রাহকদের মধ্যে বিমা সেবাকে আরও জনপ্রিয় করতে সব ধরনের সহায়তা দেবে।

এই ডিজিটাল সার্ভিসটি চালু উপলক্ষে অনুষ্ঠানে বিকাশের পেমেন্ট ও ব্র্যাক ব্যাংকের ডিরেক্ট ডেবিট পুলের লাইভ লেনদেন প্রদর্শন করা হয়।

এসএসএইচ

Link copied