আছিয়া সী ফুডসের কিউআইও’র আবেদন শুরু

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য আছিয়া সী ফুডসের কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন গ্রহণ শুরু হয়েছে। রোববার (১৯ জুন) সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়। চলবে আগামী ২৩ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্রোকার হাউজের মাধ্যমে আবেদন করা যাবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা উত্তোলনের জন্য চলতি বছরের ৫ এপ্রিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির কিউআইও’র অনুমোদন দেয়।
কিউআইও’র মাধ্যমে কোম্পানিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করে ১৫ কোটি টাকা উত্তোলন করবে। এই টাকা কোম্পানির যন্ত্রপাতি স্থাপন, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় হবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
প্রসপেক্টাস অনুসারে ২০২০-২১ অর্থবছরে আছিয়া সী ফুডসের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৮ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭ পয়সায়।
এমআই/এমএইচএস