বারাকা পতেঙ্গার নিলাম শুরু সোমবার

বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড/ সংগৃহীত ছবি
যোগ্য বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির জন্য সোমবার (২২ ফেব্রুয়ারি) বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের নিলাম অর্থাৎ বিডিং শুরু হচ্ছে। ওই দিন বিকেল ৫টা থেকে চলবে ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। টানা ৭২ ঘণ্টা বিডিং শেষে কাট-অফ প্রাইস নির্ধারিত হবে। কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) পুঁজিবাজার থেকে ২২৫ কোটি টাকা উত্তোলন করবে।
এদিকে ৭ ও ১১ ফেব্রুয়ারি যেসব প্রতিষ্ঠানের বাজারমূল্যে পুঁজিবাজারে ১ কোটি টাকা বিনিয়োগ রয়েছে সেসব প্রতিষ্ঠান বারাকা পতেঙ্গার বিডিংয়ে অংশ নিতে পারবে। পাবলিক ইস্যু রুল ২০১৫-এর আইন অনুযায়ী বিডিংয়ে অংশ নিতে বাজারমূল্যে কমপক্ষে এক কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন হয়।
এর আগে কোম্পানিটি আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি নিলামের তারিখ নির্ধারণ করেছিল। অনিবার্য কারণবশত শেষ সময় নিলাম অনুষ্ঠিত করতে পারেনি কোম্পানিটি।
নিয়ম অনুসারে, নিলামের মাধ্যমে কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধারণ করা হবে। আর ওই কাট-অফ মূল্যের চেয়ে ১০ শতাংশ কম দামে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করবে কোম্পানিটি।
উল্লেখ্য, চলতি বছরের ৫ জানুয়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডকে যোগ্য বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির জন্য নিলামের অনুমতি দেয়। এরপর নিলামের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ সহযোগী প্রতিষ্ঠান কর্ণফুলি ও বারাকা পাওয়ারে বিনিয়োগ করবে। একই সঙ্গে আংশিক দীর্ঘ মেয়াদী ঋণ পরিশোধ ও আইপিওর জন্য ব্যয় করবে।
২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, আলোচিত বছরে বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ার প্রতি সমন্বিত আয় ছিল ৪ টাকা ৩৭ পয়সা। আর এককভাবে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৮৪ পয়সা। সমাপ্ত হিসাববছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা। আর এককভাবে এনএভিপিএস ছিল ২০ টাকা ৯৮ পয়সা। লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড বারাকা পতেঙ্গার ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে।
এমআই/এইচকে