কাঁচা চামড়ার গুণগত মান নিশ্চিতে দ্রুত লবণ দেওয়ার পরামর্শ

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১১ জুলাই ২০২২, ০৮:৪৪ পিএম


কাঁচা চামড়ার গুণগত মান নিশ্চিতে দ্রুত লবণ দেওয়ার পরামর্শ

গুণগত মান নি‌শ্চি‌ত কর‌তে চামড়া ছাড়ানোর পর দ্রুত ভালোভাবে লবণ দিয়ে কাঁচা চামড়া সংরক্ষণ করতে সংশ্লিষ্ট সবাই‌কে পরামর্শ দি‌য়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

সোমবার (১১ জুলাই ) আমিনবাজার ও হেমায়েতপুরে কাঁচা চামড়ার আড়ত এবং সাভারের ট্যানারি শিল্প এলাকায় পরিদর্শনকা‌লে এ পরামর্শ দেন তি‌নি। এসময় শিল্প সচিব জাকিয়া সুলতানা উপ‌স্থিত ছি‌লেন।

সফিকুজ্জামান ব‌লেন, কাঁচা চামড়া ছাড়ানোর পর সংরক্ষণের জন্য দ্রুত লবণ দি‌তে হয়। অর্থাৎ ৪-৫ ঘণ্টার মধ্যে অবশ্যই লবণ লাগাতে হবে। যত দেরিতে চামড়ায় লবণ দেওয়া হবে এর মান তত কমবে; দামও কমবে। নষ্ট হ‌বে দে‌শের সম্পদ। তাই গুণগত মান নি‌শ্চি‌ত কর‌তে যত দ্রুত সম্ভব ভালোভাবে লবণ দিয়ে কাঁচা চামড়া সংরক্ষণ করতে হ‌বে।

এছাড়াও অধিদপ্তর ও বিসিকের যৌথ একটি মনিটরিং টিম রাজধানীর পোস্তা এলাকার চামড়ার আড়তে মনিটরিং কার্যক্রম পরিচালনা করে।

এসআই/এসকেডি

Link copied