পুঁজিবাজারে ১৪৫ স্টার্টআপ কোম্পানি আনতে চায় ডিএসই

চাল-ডাল, পাঠাও এবং সহজ ডটকমসহ স্টার্টআপ ও ভালো মানের আইটি বেজ ১৪৫টি কোম্পানিকে পুঁজিবাজারে আনতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
এ লক্ষ্যে বৃহস্পতিবার (৪ আগস্ট) রাজধানীর নিকুঞ্জের ডিএসইর ভবনে ‘বাংলাদেশের পুঁজিবাজারে সম্ভাবনা ও সুযোগ শীর্ষক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে ১৪৫টি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানে অর্থনীতিতে স্টার্টআপের গুরুত্ব, পুঁজিবাজারে কীভাবে তালিকাভুক্ত হতে পারে এসব বিষয়ে আলোচনা করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এনএম জিয়াউল আলম এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান।
এ বিষয়ে ডিএসইর প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ও ডিজিএম সাইয়িদ মাহমুদ জুবায়ের ঢাকা পোস্টকে বলেন, দেশের অর্থনীতিকে গতিশীল করা ও টেকসই উন্নয়নের পুঁজিবাজারে গুরুত্ব অপরিসীম। কারণ পুঁজিবাজার থেকে কোম্পানিগুলোকে দীর্ঘমেয়াদি বিনিয়োগ বৃদ্ধি করতে হবে।
আমরা চাই ছোট-ছোট স্টার্টআপ কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে যাতে অর্থনীতিতে অবদান রাখতে পারে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। এই লক্ষ্যে আমরা সম্মেলনের আয়োজন করেছি। আশা করছি সফল হব।
এমআই/এসকেডি