স্টার্টআপে বিদেশি বিনিয়োগ এসেছে সাড়ে ৭ হাজার কোটি টাকা : পলক

পাঁচ বছরে দেশের স্টার্টআপ কোম্পানিতে ৭৫০ মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ এসেছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ডলারের মূল্য ১০০ টাকা করে টাকার অংকে বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৭৫০০ কোটি টাকা।
বৃহস্পতিবার (৪ আগস্ট) রাজধানীর নিকুঞ্জের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভবনে ‘বাংলাদেশের পুঁজিবাজারে সম্ভাবনা ও সুযোগ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তিনি বলেন, সাড়ে ৭ হাজার স্টার্টআপ কোম্পানির মধ্যে পাঁচ বছরে ২৫০০ প্রতিষ্ঠান সফল হয়েছে। সরকার ৩০০ কোম্পানিতে ১০ লাখ করে বিনিয়োগ করেছিল। এই কোম্পানিগুলোর মধ্যে কয়েকটি কোম্পানির গ্রোথ ১০০ থেকে ২০০ শতাংশ হয়েছে। সবমিলিয়ে ২৫০০ স্টার্টআপ কোম্পানিতে গত ৫ বছরে ১৫ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
পলক বলেন, বাংলাদেশের স্টার্টআপ কোম্পানির গ্রোথ দেখে বিদেশিরা ৭৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। আরও বেশি বিনিয়োগ করতে নজর দিয়েছে।
আরও পড়ুন: পুঁজিবাজারে ১৪৫ স্টার্টআপ কোম্পানি আনতে চায় ডিএসই

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের প্রশংসা করে তিনি বলেন, স্যার আমাদের অনুরোধ করেছিলেন পুঁজিবাজারকে সহযোগিতা করতে। আমরা বিশ্বমানের পুঁজিবাজার গড়তে বিএসইসিকে ৭ থেকে ১০ মিলিয়ন ডলার সহায়তা দেবো। এই অর্থ দিয়ে প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন করবে বিএসইসি। আমরা বিএসইসিকে বিশ্বে নেতৃত্ব দেওয়ার সংস্থা হিসেবে গড়ে তুলব।
কীভাবে স্টার্টআপ কোম্পানিগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসা যায়, সে চেষ্টা চলছে উল্লেখ্য করে তিনি বলেন, এরই মধ্যে ই-জেনারেশন পুঁজিবাজারে এসেছে। আশা করছি ভালো ভালো কোম্পানিগুলো পুঁজিবাজারে আসবে। স্টার্টআপ কোম্পানিগুলোকে মুনাফায় আনতে ২০২৫ সালের মধ্যে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করব। এই ৫০০ কোটি টাকা ঋণ হিসেবে নয়, ইকুইটি হিসেবে দেওয়া হবে। এ লক্ষ্যে সরকার স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড করেছে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এনএম জিয়াউল আলম ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান।
অনুষ্ঠানে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্যে ডিএসই ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকরা চুক্তি সাক্ষর করেন।
এমআই/এসএসএইচ