সিটি আলো ও বাংলাদেশ ওমেন চেম্বারের মধ্যে সমঝোতা

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

০৪ আগস্ট ২০২২, ০৪:৫৭ পিএম


সিটি আলো ও বাংলাদেশ ওমেন চেম্বারের মধ্যে সমঝোতা

সম্প্রতি সিটি আলো এবং বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ ওমেন চেম্বারের অফিসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই চুক্তির আওতায়, সিটি আলো এবং বিডব্লিউসিসিআই কৌশলগত অংশিদারিত্বে আর্থিক সাক্ষরতা কর্মসূচি এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নারীর ক্ষমতায়নে যৌথভাবে কাজ করবে এবং সাশ্রয়ী মূল্যের আর্থিক পরিষেবা প্রাপ্তি নিশ্চিত করবে।

সিটি ব্যাংকের হেড অব ব্রাঞ্চ মোহাম্মদ শফিউল আমিন ও বাংলাদেশ ওমেন চেম্বারের প্রেসিডেন্ট সেলিমা আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। 

এ সময় সিটি ব্যাংকের হেড অব স্মল বিজনেস মোহাম্মদ কামরুল মেহেদী, হেড অব সিটি আলো নাসরিন আক্তার এবং বিডব্লিউসিসিআই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঙ্গীতা আহমেদ উপস্থিত ছিলেন। 

জেডএস

Link copied