বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বারভিডার নতুন কমিটির শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) নতুন নেতারা।
শনিবার (৬ আগস্ট) দুপুরে বারভিডার নব-নির্বাচিত নেতারা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় নতুন কমিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- নব-নির্বাচিত সভাপতি মো. হাবিব উল্লাহ ডন, মো. রায়হান আজাদ (টিটো), মাহবুবুল হক চৌধুরী বাবর, আবু হোসেন ভূঁইয়া রানু, মো. জসিম উদ্দিনসহ অন্যান্যরা।
পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো শেষে কমিটির সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এরপর নেতারা বঙ্গবন্ধুসহ শহীদদের আত্মার শান্তি কামনা করেন।
গত ১৮ জুন বারভিডার দ্বি-বার্ষিক (২০২২-২৪) সম্মেলনে কার্যকরী কমিটির ২৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
আইএসএইচ