সিজেডএমের বৃত্তি পেলেন ৩৫৪৯ শিক্ষার্থী

দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজের স্নাতক প্রথম বর্ষে অধ্যয়নরত সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)। এ বছর সারা দেশের স্নাতক পর্যায়ে ৩ হাজার ৫৪৯ শিক্ষার্থীকে এ মাসিক বৃত্তি প্রদান করা হয়।
শনিবার (২৭ আগস্ট) রাজধানীর একটি অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ বৃত্তি দেওয়া হয়।
সিজেডএম-এর চেয়ারম্যান নিয়াজ রহিমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সাবেক সচিব এম এম নাসির উদ্দিন ও আরাস্ত খান, এক্সিম ব্যাংক ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল একেএম নুরুল ফজল বুলবল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জুবায়ের এহসানুল হক, সিজেডএম-এর চেয়ারম্যান নিয়াজ রহিম, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া প্রমুখ।
ড. জিল্লুর রহমান বলেন, বিজ্ঞান ও বস্তুগত জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় উৎকর্ষতা অর্জন করতে হবে। নিয়াজ রহিম বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পড়াশুনায় মনোনিবেশ করার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৮৪২ জন শিক্ষার্থী বৃত্তি দেওয়া হয়।
এসআই/এসকেডি