চট্টগ্রাম বন্দরের ভাড়া কমানোর অনুরোধ বারভিডার

সাম্প্রতিক সময়ে ব্যবসা পরিচালনার ব্যয় বেড়ে যাওয়ায় চট্টগ্রাম বন্দরের ভাড়া কমানোর জন্য বন্দর কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)। একইসঙ্গে আমদানি করা গাড়ির যন্ত্রাংশ খোয়া যাওয়া প্রতিরোধে বন্দর প্রতিনিধি, স্টিভিডোরস ও বারভিডা প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ ইনভেনটরি কার্যক্রম শুরুর জন্য তারা বন্দর চেয়ারম্যানকে অনুরোধ জানান।
সোমবার (২৯ আগস্ট) বিকেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহানের সঙ্গে বন্দরের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন। বারভিডা প্রেসিডেন্ট মো. হাবিব উল্লাহ ডনের নেতৃত্বে প্রতিনিধি দলে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, সহসভাপতি, উপদেষ্টা এবং কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় বারভিডা নেতারা বন্দর চেয়ারম্যানের নেতৃত্বে বন্দরের মানোন্নয়ন ও রাজস্ব আহরণে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানান।
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বারভিডার প্রস্তাবগুলো ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং যথাযথ প্রক্রিয়ায় এগুলি বাস্তবায়নের আশ্বাস দেন।
সভায় বারভিডার উপদেষ্টা মোহাম্মদ ইসহাক এবং মোস্তাফিজুর রহমান অংশ নেন। বারভিডা প্রতিনিধি দলে সংগঠনের সহসভাপতি মো. আসলাম সেরনিয়াবাত, মো. গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক জেনারেল বেলাল উদ্দিন চৌধুরী, ট্রেজারার মো. আনিছুর রহমান, জয়েন্ট ট্রেজারার মো. সাইফুল আলম, অর্গানাইজিং সেক্রেটারি ডা. হাবিবুর রহমান খান, পাবলিকেশন অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মো. জসিম উদ্দিন, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি মো. আব্দুল আউয়াল, কালচারাল সেক্রেটারি জোবায়ের রহমান উপস্থিত ছিলেন।
জেডএস
