এনবিআরের প্রাক-বাজেট আলোচনা শুরু হচ্ছে আজ

আজ থেকে ২০২১-২০২২ অর্থবছরের প্রাক বাজেট আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাজেটকে অধিকতর অংশগ্রহণমূলক, যৌক্তিক, সুষম ও গণমুখী করার লক্ষ্য নিয়ে এরই মধ্যে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে মাসব্যাপী প্রাক-বাজেট আলোচনার সূচি চূড়ান্ত হয়েছে।
শুল্ক, ভ্যাট ও কর সংক্রান্ত খাতভিত্তিক প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সঙ্গে এ প্রাক বাজেট আলোচনা চলবে ১ এপ্রিল পর্যন্ত। এবারের প্রাক বাজেট আলোচনা ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে অনুষ্ঠিত হবে। এবারে প্রধান বাজেট সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করছেন এনবিআরের প্রথম সচিব (কর আপীল ও অব্যাহতি ) মো. গোলাম কবীর।
আজ প্রথম সভাটি অনুষ্ঠিত হবে শিল্প খাতের সংগঠন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে। সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে সভাটি।
প্রাক-বাজেট আলোচনা সভার সময়সূচিতে যা আছে
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি দেশের সব চেম্বার ও অ্যাসোসিয়েশনকে তাদের বাজেট প্রস্তাবনা লিখিত আকারে ৮ মার্চের মধ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করে এনবিআর। একই সঙ্গে আরেকটি সফটকপি ই-মেইলে পাঠাতে বলেছিল সংস্থাটি। বাজেট প্রস্তুতে সহায়তার লক্ষ্যে বিভিন্ন চেম্বার এবং অ্যাসোসিয়েশকে তাদের নিজ নিজ বাজেট প্রস্তাব দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কাছে লিখিতভাবে পাঠানোর অনুরোধ জানিয়েছে এনবিআর। একইসঙ্গে প্রস্তাবের আরেকটি সফটকপি ই-মেইলের মাধ্যমে পাঠাতে অনুরোধ করা হয়েছিল।
আরএম/এনএফ