ইনফিনিটিকে লাখ টাকা জরিমানা

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৬ পিএম


ইনফিনিটিকে লাখ টাকা জরিমানা

বেশি দামে ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির দায়ে ইনফিনিটিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুর এলাকার অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন, ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মন্ডল, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী ও সহকারী পরিচালক মো. শাহ আলম।

dhaka post

আব্দুল জব্বার মন্ডল জানান, আজ মোহাম্মদপুর ইনফিনিটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যা, প্রতিষ্ঠানটি মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করেছে। এমনকি আমদানিকারকের তথ্য মুছে অবৈধভাবে বেশি দামে পণ্য বিক্রি করছে। যা আইন অনুযায়ী দণ্ডনীয়। এসব অপরাধে মোহাম্মদপুর ইনফিনিটির শাখাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের অপরাধে আরও ৩টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অধিদপ্তরের এ কর্মকর্তা।

এসআই/এমএইচএস

Link copied