ঋণের টাকা আত্মসাৎ : বিডিবিএলের জিএম রেজাউলের বিরুদ্ধে অনুসন্ধান

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঋণের নামে সরকারের কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) মহাব্যবস্থাপক এ এস এম রেজাউল কুদ্দুসসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয়ে থেকে সম্প্রতি এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরপরই সংস্থাটির যশোর সমন্বিত জেলা কার্যালয়ের এক উপপরিচালককে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (১৬ অক্টোবর) সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।
এ বিষয়ে দুদক সূত্রে আরও জানা যায়, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক এ এস এম রেজাউল কুদ্দুসসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঋণের নামে সরকারের কোটি টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগটি দ্রুত অনুসন্ধান করে প্রতিবেদন পাঠানোর জন্য কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আরএম/জেডএস