আকু পরিবারে নেই শ্রীলঙ্কা

আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তিকারী সংস্থা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) পরিবারে আপাতত নেই শ্রীলঙ্কা। অর্থনৈতিক সঙ্কটের কারণে দীর্ঘদিন যাবত আমদানি ব্যয় পরিশোধের বিভিন্ন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় দেশটির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক শ্রীলঙ্কার আকু সদস্যপদ স্থগিত হওয়ার বিষয়টি জানিয়ে অনুমোদিত ডিলার ব্যাংকের শাখাগুলোর (এডি) কাছে পাঠিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, অর্থনৈতিক সঙ্কটের কারণে দীর্ঘদিন ধরে দেশটি (শ্রীলঙ্কা) আকুর শর্তগুলো পূরণ করতে পারছে না। সদস্য দেশগুলো তাদের সঙ্গে লেনদেন করতে চাচ্ছে না। এসব কারণে সদস্যপদ সাময়িক স্থগিত করা হয়েছে। আগে শ্রীলঙ্কা আমদানি ব্যয় পরিশোধের ক্ষেত্রে যে সুবিধা পেত, এখন থেকে আকুর সেটেলমেন্টে দেশটি সেই সুবিধা আর পাবে না।
থাইল্যান্ডের সঙ্গে যেভাবে নস্ট্রো অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন বিল পরিশোধ হয়, এখন থেকে শ্রীলঙ্কার সঙ্গেও একই পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি করতে হবে।
আকু হলো একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়। ইরানের রাজধানী তেহরানে আকুর সদরদপ্তর। এই ব্যবস্থায় সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি দুই মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করে।
জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনীতি ও সামাজিক কমিশনের (এসক্যাপ) ভৌগোলিক সীমারেখায় অবস্থিত সব দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর জন্য আকুর সদস্যপদ উন্মুক্ত।
নস্ট্রো অ্যাকাউন্ট হচ্ছে বৈদেশিক মুদ্রায় বিদেশের দায়-দেনা পরিশোধের জন্য বিদেশের ব্যাংকগুলোতে বাংলাদেশি ব্যাংকগুলোর অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকের পক্ষে বিদেশি ব্যাংকের অ্যাকাউন্টে সংশ্লিষ্ট পণ্য বিক্রেতার এলসি মূল্য পরিশোধ করা হয়। আবার রপ্তানি বিল ও রেমিট্যান্সের অর্থ ওই নস্ট্রো অ্যাকাউন্টে যোগ হয়।
এসআই/আরএইচ