তিন দিনব্যাপী লিফট অ্যান্ড এস্কেলেটর এক্সপো শুরু

দেশে চতুর্থবারের মতো তিন দিনব্যাপী গ্লোবাল লিফ্ট অ্যান্ড এস্কেলেটর এক্সপো শুরু হয়েছে ঢাকার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরায় (আইসিসিবি)।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। এসময় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এলিভেটর এক্সেলেটর অ্যান্ড লিফট ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদুর রহমান ও সাধারণ সম্পাদক সাইফুল আলম উজ্জ্বল।
বাংলাদেশে লিফট এবং এস্কেলেটরের ওপর আয়োজিত প্রদর্শনী আয়োজন করে ভার্গো কমিউনিকেশন। প্রদর্শনী চলবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এটি। প্রদর্শনীতে বাংলাদেশসহ দশটি দেশের প্রায় অর্ধশত প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের ক্রমবর্ধমান আবাসন শিল্পে লিফট, এস্কেলেটর এবং এলিভেটরের বিকাশের লক্ষ্যে আন্তর্জাতিকমানের এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এখানে দেশ-বিদেশের প্রায় অর্ধশত প্রতিষ্ঠান তাদের এস্কেলেটর, এলিভেটর, লিফট এবং বিভিন্ন নিরাপত্তা সরঞ্জামের প্রদর্শনী করছে। এই শিল্প সম্পর্কে জানতে, নিজস্ব পণ্য প্রদর্শন করতে এবং দেশ-বিদেশে ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রে উৎপাদকদের জন্য এই প্রদর্শনীতে অংশগ্রহণ একটি চমৎকার সুযোগ। ব্যবসার পরিসর বৃদ্ধির মাধ্যমে প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে বাংলাদেশে নতুন ব্যবসার ক্ষেত্র তৈরি করে দেওয়া এই প্রদর্শনী আয়োজকদের প্রধান উদ্দেশ্য বলে জানান প্রদর্শনীর উদ্যোক্তারা।
গ্লোবাল লিফ্ট অ্যান্ড এস্কেলেটর এক্সপো ২০২২-এর আয়োজক প্রতিষ্ঠান ভার্গো কমিউনিকেশনস এর পরিচালক অনিতা রঘুনাথ বলেন, করোনা মহামারির কারণে বিরতির পর আবার এই প্রদর্শনী আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। জনবহুল এই ঢাকা শহরে আবাসন শিল্পের বিকাশে এই প্রদর্শনীর গুরুত্ব অপরিসীম।
এমআই/জেডএস