মুনাফা ও লভ্যাংশ উভয়ই কমেছে ওরিয়ন ফার্মার

শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের প্রতিষ্ঠান ওরিয়ন ফার্মা লিমিটেড। রোববার (১৩ নভেম্বর) কোম্পানির পর্ষদ সভায় জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির তথ্য মতে, বিদায়ী সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬২ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ৪ টাকা ১ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি ৩৯ পয়সা করে ইপিএস কমেছে কোম্পানিটির।
মুনাফার পাশাপাশি কোম্পানিটি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ আগের বছরের চেয়ে কম দিচ্ছে। এর আগের বছর শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারপ্রতি ১ টাকা ২০ পয়সা করে লভ্যাংশ দিয়েছিল। সেই কোম্পানি ৩০ জুন ২০২২ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ অর্থাৎ শেয়ারপ্রতি ১ টাকা করে লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। অর্থাৎ শেয়ারপ্রতি ২০ পয়সা করে মুনাফা কম পাচ্ছে শেয়ারহোল্ডাররা। বর্তমানে কোম্পানিটির ২৩ কোটি ৪০ লাখ শেয়ার রয়েছে।
পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ২৮ ডিসেম্বর। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।
২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার রোববার সর্বশেষ লেনদেন হয়েছে ১১৬ টাকা ৯০ পয়সা। এ দিন শেয়ারটির দাম কমেছে ৭ টাকা। সোমবার কোম্পানির শেয়ারের লেনদেনে কোনো সীমা থাকবে না। অর্থাৎ প্রাইজ লিমিট থাকবে না।
এমআই/এসএসএইচ