পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

শেয়ার বিক্রির চাপে দিনভর সূচক ওঠানামার মধ্যদিয়ে সপ্তাহের শেষ কর্মদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ১৮ পয়েন্ট।
সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে চলতি সপ্তাহের প্রথম তিন কর্মদিবস দরপতনের পর বুধ ও বৃহস্পতিবার দুই কর্মদিবস ইতিবাচক ধারায় লেনদেন হয়েছে।
ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার বাজারে ৩১৩টি প্রতিষ্ঠানের ৯ কোটি ৫৪ লাখ ৪৫ হাজার ১৪০টি শেয়ার কেনাবেচা হয়েছে। এতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৫৫২ কোটি ১৩ লাখ ৭২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৬৮ কোটি ৫১ লাখ ৫৬ হাজার টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।
আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ৪২টির, আর অপরিবর্তিত ছিল ২২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৮ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল জেনেক্স ইনফোসেসের শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শেয়ার। তৃতীয় স্থানে ছিল বসুন্ধরা পেপারের শেয়ার। এরপরের অবস্থানে ছিল নাভানা ফার্মা, ইস্টার্ন হাউজিং, গ্লোবাল ইসলামী ব্যাংক, সামিট এলায়েন্স, লাফার্জহোলসিম, পদ্মা ইসলামী লাইফ এবং আমরা নেটওয়ার্কস লিমিটেডের শেয়ার।
অপর বাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৫৯ লাখ ৬৪ হাজার ৫৬৭ টাকা।
এ বাজারে লেনদেন হওয়া ১৪৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ২২টির, আর অপরিবর্তিত রয়েছে ৮৩টি কোম্পানির শেয়ারের দাম।
এমআই/জেডএস