শাহজালাল ও এআইবিএলের পারপেচুয়াল বন্ডের লভ্যাংশ ঘোষণা

পারপেচুয়াল বন্ডের লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডে (এসআইবিএল)। প্রতিষ্ঠান দুটি জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য প্রাপ্য লভ্যাংশ (রিটার্ন) ঘোষণা করেছে।
সোমবার (১২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, শাহজালাল ইসলামী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের বিনিয়োগকারীদের জন্য ৭ দশমিক ৮৭ শতাংশ হারে রিটার্ন তথা মুনাফা দেবে।
প্রতিষ্ঠানটির ট্রাস্টি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মুনাফা প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর।
এছাড়াও পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের অপর প্রতিষ্ঠান এআইবিএল পারপেচুয়াল বন্ডের বিনিয়োগকারীদের জন্য ৭ দশমিক ৮৭ শতাংশ হারে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর।
এমআই/এমএ