তৃতীয়বার বাংলা চ্যানেল পাড়ি দিলেন শেখ মাহবুব

তৃতীয়বার বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক শেখ মাহবুব উর রহমান।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ৬ ঘণ্টা ১০ মিনিটে বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দেন শেখ মাহবুব। এ নিয়ে তৃতীয় বারের বাংলা চ্যানেল পাড়ি দিলেন তিনি।
বিষয়টি ঢাকা পোস্টকে জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
এর আগে তিনি ২০১৯ সালের নভেম্বরে থাইল্যান্ডের ক্রাবি আইল্যান্ডে আন্দামান সাগরে অনুষ্ঠিত ওশেনম্যান ১০ কিলোমিটার সাঁতার ৪ ঘণ্টা ২২ মিনিট সময় নিয়ে সফলতার সঙ্গে শেষ করেন।
২০১৭ সালে শারীরিক অসুস্থতা হতে পরিত্রাণের উপায় হিসাবে তিনি তার এই সাঁতার শুরু করেন। তিনি ২০ জানুয়ারি ২০২৩ এ অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক ঢাকা ম্যারাথনে ৪২ কিলোমিটার দৌড়ে অংশ নিতে আগ্রহী।
বিএসইসির পরিচালক মাহবুব উর রহমান ঢাকা পোস্টকে বলেন, এবারও পাড়ি দিতে পেরে অনেক অনেক ভালো লাগছে।
এমআই/এমএ