তৃতীয়বারের মতো ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

১২ জানুয়ারি ২০২৩, ১০:৪০ এএম


তৃতীয়বারের মতো ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব

ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গত ২ বছর যাবত ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে যাচ্ছেন। আগামী এক বছরের জন্য ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন তিনি। 

এ উপলক্ষে বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ইয়ামাহা ফ্লাগশিপ সেন্টারে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাধ্যমে তৃতীয়বারের মতো ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন সাকিব আল হাসান। তিনি আগামী এক বছরের জন্য বাংলাদেশে ইয়ামাহার বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন।  

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ও এসিআই মটরসের এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। চুক্তি স্বাক্ষর শেষে সাকিবের হাতে তুলে দেওয়া হয় ইয়ামাহার আরওয়ানফাইভএম ১৫৫ সিসি বাইক।

ওএফ

Link copied